১২ আগস্ট, ২০২৪ ২১:২৮

আওয়ামী লীগ এখনও যড়যন্ত্র করে যাচ্ছে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ এখনও যড়যন্ত্র করে যাচ্ছে : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আমরা এমন একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে আর কোনো মায়ের বুক খালি হবে না। আর কোনো ভাইয়ের রক্ত ঝরবে না। আমার কোনো ভাইকে আর হত্যা করা হবে না। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি বলেন, ‘এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারণ, আওয়ামী প্রেতাত্নারা এখনও যড়যন্ত্র করে যাচ্ছে। সেই প্রেতাত্নাদের খুঁজে বের করতে হবে। তারপর তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’

আমিনুল হক বলেন, ‘আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। তাদেরকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে এই আওয়ামী প্রেতাত্নারা আবারও আপনাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তবে সেই সুযোগ বাংলাদেশের মানুষ আর হতে দিবে না। কারণ, আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী, আওয়ামী লীগ হচ্ছে স্বৈরাচার, আওয়ামী লীগ এখন মানুষের মুখের একটা গালি।’

আজ সোমবার বিকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর মিল্লাত ক্যাম্প, মিরপর ১১ নম্বর বাজার, মিরপুর ১১ নম্বর নান্নু মার্কেট, এ ব্লক, কালসী ও ২ নং ওয়ার্ডে সন্ত্রাস নৈরাজ্যবিরোধী জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দোকানপাট, বিপণীবিতান, হাট বাজার শপিংমলের সামনে গণসংযোগ করে পথসভায় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘শেখ হাসিনার লোকেরা হত্যা করেছে, খুন করেছে। আমাদের সাধারণ ছাত্রদের গুলি করে হত্যা করেছে। সাধারণ জনগণের উপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। গত ১৭ বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বাংলাদেশের হাজার হাজার বিরোধী দলীয় নেতা-কর্মীকে গুম করেছে। হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে। তার বিচার আমরা বাংলার মাটিতে দেখবো, আওয়ামী সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে হবে, ইনশাআল্লাহ।’

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর