বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় ক্রয়মূল্যে সবজি বিতরণ কার্যক্রম শুরু করেছে যাত্রাবাড়ী থানা কৃষকদল। শনিবার মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের কষাঘাতে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি ফেরাতে যাত্রাবাড়ী থানা কৃষক দলের উদ্যোগে শহীদ ফারুক সড়ক এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। লুৎফর রহমান খান স্বপনের সভাপতিত্বে ও আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়া হাজী কামাল হোসেন, মীর হাসান কামাল তাপস ও হারুন সিকদারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নবীউল্লাহ নবী বলেন, ‘গণমানুষের দল বিএনপি জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ক্রয়মূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী কৃষক দল। কৃষক দলের এই উদ্যোগকে স্বাদরে গ্রহণ করেছেন সাধারণ মানুষ। যাত্রাবাড়ীর নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা ক্রয়মূল্যে সবজি পেয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছেন।’
তিনি আরও বলেন, ‘জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমান বাঙালি জাতিকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিতে চান। তাঁর নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ। কিন্তু পতিত আওয়ামী ফ্যাসিস্টরা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।’
বিডি-প্রতিদিন/শআ