বিএনপি জনগণের কাছে অন্তর্বর্তী সরকারকে জনপ্রিয় হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলের সঙ্গে লিয়াজোঁ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনপ্রিয় দেখতে চায় বিএনপি। জনগণের দুর্ভোগ হয় এমন সিদ্ধান্ত পরিহার করতে হবে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিরূপ সম্পর্কে চায় না বিএনপি। সীমান্তে যে সিদ্ধান্তই নেওয়া হোক, দুই প্রতিবেশী আলোচনা করে করা উচিত।
এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা সরকার গণতন্ত্রের নামে প্রহসন করেছে। ফ্যাসিবাদ বিলোপের খুশি স্থায়ী করতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নাই।
তিনি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করারও তাগিদ দেন। নজরুল ইসলাম বলেন, যেগুলো প্রয়োজন, সে সব সংস্কার দ্রুত সেরে নির্বাচন করা দরকার।
এছাড়া বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাতিষ্ঠানিক নানা বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি।
লেবার পার্টির ডা. ইরান বলেন, সবার আগে নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সরকার ঠিকমতো দেশ পরিচালনা করতে পারছেন না বলে আমরা মনে করি। ভ্যাটের ফলে দ্রব্যমূল্য কয়েকগুণ বাড়বে।
তিনি বলেন, আগামী জুনের মধ্যে সরকার চাইলে জাতীয় নির্বাচন সম্ভব বলে জনগণ মনে করে। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।
বিডি প্রতিদিন/কেএ