বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে অর্ন্তবর্তীকালীন সরকারের উচিত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করা। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, তা আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা সম্ভব।
সোমবার সকাল সাড়ে ৮টায় নড়াইল সদর উপজেলার হবখালী স্কুল মাঠে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা তিনি বলেন।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, অনেকে বলছেন নির্বাচনের সময় খুব দীর্ঘ হয়ে যাবে, আমরা বলি যেই নির্বাচনের জন্য আমরা ১৫ বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য যদি ৩ থেকে ৪ মাস কমবেশি সময় প্রয়োজন হয় সেটা কোন সমস্যা না। আমাদের কাছে সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের নিরপেক্ষতা।
জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মো: কবীর হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার অংশগ্রহণ করেন।
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী (৭৮) বার্ধ্যকজনিত কারণে শনিবার বিকেল ৪টা ১০মিনিটে নিজ বাড়ি সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে ইন্তেকাল করেন।
বিডি প্রতিদিন/নাজমুল