বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বন্দ্বে আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় মঞ্জু বলেন, কোটা আন্দোলনের কারণেই হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার এক বক্তব্য ছাত্রদের রাজাকার বলায় মূলত ছাত্র আন্দোলন চাঙা হয় এবং শেখ হাসিনা তার পতনের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকে। আমরা সবসময় রাজনৈতিক বক্তব্যে বলতাম যে... হাসিনা পালাবে, তা যে সত্যিই সত্যিই হয়ে যাবে তা কিন্তু জানতাম না।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমানে ক্রেডিট নেওয়ার জন্য প্রতিটি দল বিভক্তিতে জড়াচ্ছে। সংস্কার আর নির্বাচন নিয়ে ছাত্র ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। নির্বাচন কোন প্রক্রিয়ায় যাবে এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সমঝোতার মাধ্যমে আগামীতে সরকার গঠন না হলে আন্দোলন বৃথা যাবে। অতীতের ন্যায় বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বের কারণেই আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ