বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এ রকম একটা নির্বাচনের জন্য যা কিছু সংস্কারের প্রয়োজন, তা সম্পন্ন করে নির্বাচনটা অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় তাতো লাগবেই। কিন্তু আমরা মনে করি না প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে বেশি সময় লাগবে। সেটি আমরা মনে করি না।
তিনি বলেন, ধারাবাহিকভাবে দেশের রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করছি। আজ আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছি। এ দলটি চার দলীয় জোটের অংশ ছিল। বহু বছর আমরা একসঙ্গে কাজ করেছি। স্বৈরাচার বা ফ্যাসিবাদী আন্দোলনে তারা সংযুক্ত ছিলেন। সাম্প্রতিক আন্দোলনে তারা যুক্ত ছিলেন।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দেশের বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি... যে বিষয়গুলোতে আমাদের মধ্যে মতের কোনো তফাত নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা মনে করি দেশের গণতান্ত্রিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে, তাতে দ্বিমতের কোনো কারণ নেই। যুগপৎ আন্দোলন শুধু সরকারবিরোধী আন্দোলন এমন নয়। যুগপৎ আন্দোলন যেকোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসঙ্গে করতে পারি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেলে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠকে ১২ দলীয় জোট নেতাদের মধ্যে মোস্তফা জামাল হায়দার, শাহদাত হোসেন সেলিম, ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ প্রধান, শামসুদ্দিন পারভেজ, আব্দুর করিম ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ