বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে মিছিলসহ প্রতিবাদ জানানোয় বিদেশে কারাভোগ করে দেশে ফিরে এসেছেন অনেক প্রবাসী। এসব প্রবাসীর পুনর্বাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কর্মসূচি পালন করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসী গ্রেফতার হন এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে তাদের সাজা দেওয়া হয়।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। তাদের অনেককে গ্রেফতার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। স্বৈরাচারের পতনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে কয়েকশ প্রবাসী মুক্ত হয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন। এসব প্রবাসী অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আন্দোলন দেশে-বিদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করে। তারা যেহেতু আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, যারা বিদেশ যেতে চান, তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, যাদের দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে, যোগ্যতানুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা, যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে আর্থিক সহযোগিতা করে ব্যবসার সুযোগ করে দেওয়া এবং বয়স্কদের বিভিন্ন সরকারি ভাতার আওতায় এনে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/কেএ