জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণে বমি বমি ভাব, মাথা ব্যথা, স্তন ব্যথা, ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলে থাকেন নারীরা। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে, জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহারের ফলে মস্তিষ্কে গ্লিয়োমা নামক বিরল টিউমার হওয়ার আশঙ্কা থাকে। যা পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়।
জন্মনিয়ন্ত্রণ পিল সেবনের সঙ্গে মস্তিষ্ক ক্যান্সারের কোনো সংযোগ আছে কি না তা জানতে পরিচালিত এক জরিপের এমন ফল গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ জার্নাল অব ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে প্রকাশিত হয়েছে। ডেনমার্কের ওডেন্স এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজিস্ট ড. ডেভিড গেস্ট ও তার সহকর্মীরা জরিপটি পরিচালনা করেছেন।
২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৫-৪৯ বছর বয়সী গ্লিয়োমা আক্রান্ত ডেনিশ নারীদের স্বাস্থ্য রেকর্ড ও প্রেসক্রিপশন বিশ্লেষণ করে এ জরিপ চালানো হয়েছে। জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ বন্ধের উদ্দেশ্যে এই জরিপ করা হয়নি বলে জানিয়েছেন ড. গেস্ট।
জরিপে দেখা গেছে , ৩১৭ জন গ্লিয়োমা আক্রান্ত নারীর ৫০ শতাংশই জীবনের কোনো না কোনো পর্যায়ে হরমোনাল জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করেছেন। আর যারা ৫ বছরের অধিক সময় ধরে এটি ব্যবহার করেছেন তাদের মস্তিষ্ক ক্যান্সার হওয়ার ঝুঁকি ধরা পড়েছে দ্বিগুণ। জরিপ পরিচালনাকারী ডেভিড গেস্ট বলেন, ডেনমার্কে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ১ লাখ নারীর মধ্যে প্রতি ৫ জন গ্লিয়োমায় আক্রান্ত হয়ে থাকেন।
তবে এ জরিপ সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ের নিউরো-ওনকোলজি বিভাগের পরিচালক ড. সান্তোষ কেশারি।তিনি বলেন, পিলের সঙ্গে ক্যান্সার এবং গ্লিয়োমা ঝুঁকির যে সম্পর্ক তারা দেখাচ্ছেন তা যথেষ্ট নয়। এ নিয়ে আরও কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের প্রসূতিবিদ্যা বিভাগের প্রফেসর ইভান মেয়ারস বলেছেন, ডেনমার্কের এই গবেষণা যথোপযুক্ত।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৫/শরীফ