বেকারত্ব, অর্থনৈতিক ও আইনী নানা ঝামেলার কারণে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, আত্মহত্যার এ প্রবণতা প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রবল। ৪০ থেকে ৬৪ বছর বয়স্কদের আত্মহত্যার হার ১৯৯৯ সাল থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে। ২০০৭ সাল থেকে এটা বেড়েছে অতি উচ্চ হারে।
প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০১০ সালের সকল আত্মহত্যার মধ্যে ৩৭ দশমিক ৫ শতাংশই ছিল অর্থনৈতিক কারণে। ২০০৫ সালে এটা ছিল ৩২ দশমিক ৯ শতাংশ।
গবেষকদলের একজন রুথজারস ইউনিভার্সিটির ক্যাথরিন হাম্সস্টিড বলেন, মধ্য বয়স্কদের আত্মহত্যার পেছনে বেকারত্ব, চাকরিক্ষেত্রে নানা ঝক্কি, অর্থনৈতিক ও আইনী জটিলতাই মূল কারণ হিসেবে উঠে এসেছে।
এর পেছনে ২০০৭ থেকে ২০০৯ সালের অর্থনৈতিক মন্দা অন্যতম কারণ হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। ওইসময় আবাসন খাতে ধস অনেককেই পথে বসিয়ে দেয়। বিশেষ করে মধ্যবয়সী এবং যারা অবসরের পর সঞ্চয়ের টাকা এই খাতে বিনিয়োগ করেছিলেন তারা নিঃশেষ হয়ে যান। আর এসবই তাদেরকে অপমৃত্যুর দিকে ঠেলে দেয়।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৫/এস আহমেদ