চীনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো ক্লোনিংয়ের মাধ্যমে একজোড়া বানরের জন্ম দিলেন। বানর দুটির নাম দেয়া হয়েছে ‘ঝং ঝং’ এবং ‘হুয়া হুয়া’। সাংহাই এর এক ল্যাবরেটরিতে গত বছরের ডিসেম্বরে তাদের জন্ম হয়। ‘সোমাকিট সেল নিউক্লিয়ার ট্রান্সফার’ পদ্ধতি ব্যবহার করে এদের সৃষ্টি করা হয়। এর আগে ১৯৯৬ সালে যে পদ্ধতিতে ‘ডলি’ নামের ভেড়াকে ক্লোন করা হয়েছিল, এবার সেই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
কোষের নিউক্লিয়াসের ডিএনএ একটি ডিম্বাণুতে স্থানান্তর করা হয় এই প্রক্রিয়ায়। এরপর এটিকে ভ্রূণে পরিণত করা হয়। ভবিষ্যতে মানুষের নানা রোগব্যাধির গবেষণায় এই ক্লোনিং পদ্ধতি অনেক কাজে লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, তাদের আশঙ্কা ভবিষ্যতে এভাবে মানুষকেও ক্লোন করা হতে পারে। তবে চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণী গবেষণার আন্তর্জাতিক গাইডলাইন মেনেই তারা এটা করেছেন। এই বৈজ্ঞানিক সাফল্যে এটাই প্রমাণিত হচ্ছে যে, তত্ত্বীয়ভাবে হলেও মানুষের ক্লোন করা সম্ভব।
বিডি প্রতিদিন/এ মজুমদার