মিশরের মানসুরা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের গবেষক হেশাম সালামের নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি সাহারা মরুভূমিতে খুঁজে পেয়েছেন ডাইনোসরের জীবাশ্ম। মানসুরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাহারায় সেই ডাইনোসর খুঁজে পেয়েছেন বলে তারা সেটির নাম দিয়েছেন মানসুরাসরাস সাহানায়ে।
জানা গেছে, ক্রিটেসাস যুগের লম্বা গলা তৃণভোজী টাইট্যানোসরাস প্রজাতির সেই ডাইনোসরগুলি টাইট্যানোসরাসের মতো অত বিশালাকৃতির না হলেও আফ্রিকার বিশাল ষাঁড় বা বড় একটি স্কুল বাসের সমান।
বিজ্ঞান পত্রিকা নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশনে প্রকাশিত এক রিপোর্টে বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজাতির এই ডাইনোসর দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকায় খুঁজে পাওয়া ডাইনোসরদের মতো নয়। বরং এদের স্বভাব, গঠন অনেকটা ইওরোপ এবং এশিয়া মেলা ডাইনোসরদের মতো।
এতে প্রমাণিত হয় যে, সেই সময় ওই অঞ্চলের ডাইনোসরদের আফ্রিকার উত্তর অংশে যাতায়াত ছিল। সাহারায় মানসুরাসরাসের করোটি, নিচের চোয়াল, গলা, মেরুদণ্ড, সামনে এবং পিছনের পা, কাঁধ এবং পাঁজরের টুকরো পেয়েছেন বিজ্ঞানীরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর