অসলো থেকে মিউনিখ যাচ্ছিল একটি বিমান। কিন্তু মাঝ আকাশে গিয়ে জানা গেল বিমানটির টয়লেটে সমস্যা আছে। তখন সুইডেনের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর আবারও অসলো ফিরে যেতে হয় ওই বিমানটিকে।
কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি। ওই বিমানেই ছিলেন ৮৫ জন পানির পাইপ সারানোর মিস্ত্রি। তারপরও বিমানটি মাঝপথেই অসলো ফিরে যাওয়ায় সেটি আলোচনার জন্ম দিয়েছে। হার মানিয়েছে কল্পনাকেও।
তবে এক বিমানে কেন এতো পানির পাইপ সারানোর মিস্ত্রি ছিল সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিরা সবাই রর্কজপ নামের একটি কোম্পানিতে কাজ করেন।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্ক ওলসেন বলেছেন, আমার কোম্পানির কর্মীরা মাঝ আকাশে টয়লেট সারাতে ব্যর্থ হয়েছেন। আমরা টয়লেটটির সমস্যা সমাধান করতে পারলে খুশি হতাম। কিন্তু সেটা বিমানের ভেতর থেকে সম্ভব ছিল না। আর আমরা ১০ হাজার মিটার উচ্চতায় কাউকে পাঠানোর ঝুঁকি নিতে চাইনি।
তবে অসলো বিমানবন্দরের ইঞ্জিনিয়াররা টয়লেট সারাতে সক্ষম হন। ফলে দ্বিতীয় দফার চেষ্টায় বিমানটি মিউনিখ পৌঁছায়।
নরওয়ে সরকারের একজন মুখপাত্র বলেন, শনিবার মিউনিখগামী ডিওয়াই ইলেভেনফিফটিসিক্স ফ্লাইটটি টয়লেটের টেকনিক্যাল সমস্যার কারণে অসলো ফিরে আসে। বিমানের সমস্যা ঠিক করার পর সেদিনই সেটি মিউনিখের উদ্দেশে রওনা হয়।
ওই মুখপাত্র আরও বলেন, ধৈর্য ধারণ করার জন্য আমরা যাত্রীদের ধন্যবাদ জানাই। আর অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।
বিডি প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত