মাতৃদুগ্ধের অভাব একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছে ভারতের শালবনির মৌপাল বিটের শুশনিবেড়্যায়। তবে ঠিক কী কারণে হস্তিশাবকটির মৃত্যু হয়েছে, সেটা আরো খতিয়ে দেখছে দেশটির বন দপ্তর। সামনে আসছে নানা আশঙ্কাও। গত শুক্রবার ভোরে জঙ্গলে শাবকটিকে মরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন বনকর্মীদের।
মেদিনীপুরের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, ঠিক কী কারণে হস্তিশাবকটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যায়, কোন রোগে ভুগে শাবকের মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
জঙ্গলমহলে হস্তিশাবকের মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও ঘটেছে। কখনো ট্রেনে কাটা পড়েও শাবকের মৃত্যু হয়েছে। আবার কখনো খাবারের অভাবে শাবকের মৃত্যু হয়েছে।
মেদিনীপুরের এক বনকর্মী বলছেন, কখনো দেখা যায় যে, শাবক তার মায়ের স্নেহ পায় না। কোনো কারণে দূরে ঠেলে দেয় তাকে।
তবে চিকিৎসকরা বলছেন, মাতৃস্তন্যের অভাবে অ্যানোক্সি-অ্যানোক্সিয়ায় আক্রান্ত হতে পারে হস্তিশাবক। মাতৃদুগ্ধের অভাবে হাতির শাবকদের শরীরে এই রোগের সংক্রমণ ছড়ায়। এই রোগে আক্রান্ত হলে শাবক ধুঁকতে থাকে। ক্রমশ দুর্বল হয়ে পড়ে। শেষাবধি দাঁড়িয়ে থাকার ক্ষমতাও হারায়।
মেদিনীপুরের এক বন কর্মকর্তা বলেন, এ ক্ষেত্রে এমন কোনো লক্ষ্মণ দেখা গিয়েছিল কি না, তা-ও নানা ভাবে জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার