৯ মার্চ, ২০২১ ১১:৪৯

সাপের গায়ে 'স্মাইলি' সদৃশ তিনটি নকশা!

অনলাইন ডেস্ক

সাপের গায়ে 'স্মাইলি' সদৃশ তিনটি নকশা!

সংগৃহীত ছবি

বিভিন্ন প্রজাতির সাপের গায়ের রঙ বিভিন্ন ধরনের হয়। এবার এমন এক বল পাইথন দেখা গেছে, যার গায়ে তিনটি স্মাইলি সদৃশ নকশা রয়েছে।

জানা গেছে, সাপটি ল্যাভেন্ডার আলবিনো পাইবাল্ড বল পাইথন। অন্তত ২০ বছর ধরে সাপ নিয়ে কাজ করা জাস্টিন কবিলকা বলেছেন, উজ্জ্বল সোনালি হলুদ এবং সাদা রঙের সংমিশ্রণের পাইথন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। তার কাছে যে সাপ রয়েছে, তার গায়ের নকশা এমনভাবে হয়েছে যে, তা দেখতে অনেকটা স্মাইলির মতো। সেটাও আবার তিন-তিনটা!

তিনি বলেন, এই ধরনের নকশা স্বাভাবিকভাবেই হয়েছে। সাপটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই নকশা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, দুই দশক ধরে সাপ নিয়ে কাজ করলেও কোনো সাপের গায়ে তিনটা স্মাইলি কখনোই দেখেননি। সাপটি তার মন যেমন ভালো করে দিয়েছে, আরও বহু মানুষ ওই সাপের ছবি দেখে মুগ্ধ হয়েছেন।

জানা গেছে, সাপটি ছয় হাজার ডলারে বিক্রি হয়েছে। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর