১ ডিসেম্বর, ২০২৩ ১৫:১৫

রুশ নারীদের ৮-এর অধিক সন্তান নেওয়ার আহ্বান পুতিনের

অনলাইন ডেস্ক

রুশ নারীদের ৮-এর অধিক সন্তান নেওয়ার আহ্বান পুতিনের

রুশ নারীদের প্রত্যেককে ৮ কিংবা তারও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কোতে ওয়ার্ল্ড রুশ পিপলস কাউন্সিলের ভাষণে এ আহ্বান জানান পুতিন। 

কাউন্সিলের ভাষণে পুতিন বলেন, আগামী দশকে আমাদের লক্ষ্য হবে রাশিয়ার জনসংখ্যা বাড়ানো। আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে শক্তিশালী বহু-প্রজন্মের পরিবারের ঐতিহ্য রক্ষা করেছে। আসুন আমরা স্মরণ করি, আমাদের দাদা-দাদিদের আমলে অনেকেরই সাত, আট বা তারও বেশি সন্তান ছিল।

তিনি আরও বলেন, ‘আসুন আমরা এই চমৎকার ঐতিহ্যগুলো রক্ষা করি এবং পুনরুজ্জীবিত করি। বড় পরিবারগুলোকে অবশ্যই আদর্শ হয়ে উঠতে হবে। এটি রাশিয়ানদের জন্য জীবনযাত্রার একটি ধারা। পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক ঘটনা, নৈতিকতার উৎস।’

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে রাশিয়ার জন্মহার হ্রাস পাচ্ছে এবং গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ৩ লাখের বেশি মানুষ হতাহতের শিকার হয়েছেন।

সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর