দক্ষিণ স্কটল্যান্ডের একটি বাতিঘরে ১৩২ পুরনো একটি বোতল খুঁজে পেয়েছেন প্রকৌশলীরা। সেই বোতলে আছে বিশেষ বার্তাও।
ক্রসওয়াল লাইটহাউসে ওই বোতলটি পাওয়া যায়।
স্কটল্যান্ডের কোনো বাতিঘরে বোতলবন্দী অবস্থায় বার্তা পাওয়ার ঘটনা এটিই প্রথম। এমন দাবিই করছেন সংশ্লিষ্টরা।
পালক এবং কালি ব্যবহার করে লেখা এই বার্তা ৪ সেপ্টেম্বর ১৯৮২ সালের। চিঠিতে তিনজন প্রকৌশলীর নাম প্রকাশ করা হয়েছে। যারা ৩০ ফুট টাওয়ারে একটি নতুন ধরনের আলো স্থাপন করেছিলেন।
এই বোতলে পাওয়া কাগজে বাতিঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তিনজনের নামও পাওয়া গেছে।
আট ইঞ্চি দৈর্ঘ্যের বোতলটি রস রাসেল নামের এক প্রকৌশলী খুঁজে পেয়েছেন। তিনি নর্দান লাইটহাউস বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিশেষ পরিদর্শনের সময় তিনি বোতলটি খুঁজে পান।
একটি আলমারিতে প্যানেল সরানোর পরে তিনি এটি দেখতে পান তবে এটি হাতের নাগালের বাইরে ছিল। দলটি একটি দড়ি এবং একটি ঝাড়ুর হাতল থেকে তৈরি একটি কনট্রাপশন ব্যবহার করে এটি উদ্ধার করে।
তবে তারা বোতলটি উদ্ধারের বেলায় বাতিঘরটির রক্ষক ব্যারি মিলারের পৌঁছা পর্যন্ত অপেক্ষা করেন। তারা বলছেন, বোতলটি তেল বহনের জন্য তৈরি হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল