কাজের ব্যস্ততায় হনহন করেই সময় শেষ। যান্ত্রিকতায় আটকে যাওয়া শহুরে জীবনে সবকিছুই চলে নিয়মমাফিক। মানুষও এখন যন্ত্র হয়ে উঠেছে। দৌড়ে ফিরছে ঘড়ির কাটায়। নিজেকেও দেয়া হচ্ছে না ন্যূনতম সময়।
আর কর্মব্যস্ত মানুষকে খানিকটা স্বস্তি দিতে আছে এক বিশেষ দিবসও। সেই দিবসের নাম কিছু না করার দিন বা নাথিং ডে।
আজ ১৬ জানুয়ারি সেই ‘কিছু না’ দিন।১৯৭৩ সাল থেকেই ন্যাশনাল নাথিং ডে’ পালন করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। যদিও দিবসটি পালন নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিকতা পালন হয় না। এই দিবসের প্রথম প্রস্তাব করেছিলেন প্রয়াত মার্কিন সংবাদপত্র কলামিস্ট হ্যারল্ড কফিন।
তার প্রস্তাবিত দিবসটি আজ জাতীয় দিবসগুলোর একটি। যারা সারা সপ্তাহের প্রতিদিনই ২৪ ঘণ্টা কাজ করেন তাদের জন্য আজকের দিনটি বরাদ্দ।
জানা গেছে, হ্যারল্ড কফিনের একটি সংগঠন ছিল ‘নাথিং অর্গানাইজেশন’ নামে। তারাই দিবসটির উদযাপন শুরু করে প্রথম। কিছু না করার ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য হ্যারল্ড কফিন প্রতিষ্ঠা করেছিলেন সংগঠনটি। স্বাভাবিকভাবেই সংগঠনটি কাজের কাজ কিছু করবে তা প্রত্যাশা না করাই ভালো। এ কারণে একটি মিটিংও করতে পারেনি এই সংগঠন।
বিডি প্রতিদিন/নাজমুল