দেশে ক্ষুদ্র্র সঞ্চয়ের অগ্রগতি এবং দারিদ্র্য বিমোচনে এর প্রভাব সম্পর্কে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয় পদ্ধতি গ্রহণ করার জন্য ২০১৫ সালের ৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেওয়া ওই নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্টরা জানান, ৮০’র দশকে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। এখন সেই ধারার পরিবর্তন ঘটছে। যারা এক সময় ক্ষুদ্র ঋণের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নের চেষ্টায় নেমেছিলেন, এখন তারাই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ব্যক্তিপুঁজি গড়ে তুলছেন। কেউ কেউ এসব পুঁজি কৃষিতে বিনিয়োগ করছেন। কেউ বিনিয়োগ করছেন মত্স্য খামারে। কেউ আবার ক্ষুদ্রশিল্পে বিনিয়োগ করে নিজেদের ভাগ্যটাই বদলে ফেলছেন। সরকারও এই পরিবর্তনকে লক্ষ্য হিসেবে নিয়ে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার নীতি নিয়েছে। ক্ষুদ্র সঞ্চয় দিয়ে ২০২১ সালের মধ্যে দারিদ্র্যকে শূন্যের কোঠায় নামিয়ে এনে মধ্যম আয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা আরও জানান, ক্ষুদ্র সঞ্চয়ের পথে দেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের সুবিধাভোগীদের সঞ্চয় দিয়ে তৈরি হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী ২০১৬-এর জুন শেষে প্রায় ২৪ লাখ পরিবারকে ৪০ হাজার ৪৪৫টি গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট সঞ্চয়ী তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬২৮ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র ঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয় ও প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে শতভাগ স্বাবলম্বী করাই এর উদ্দেশ্য। সে লক্ষকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে প্রকল্পের কার্যক্রম। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার। সারা দেশে যে সমবায় সমিতি গড়ে উঠছে তার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সুদূরপ্রসারী ফল মিলছে। আমেরিকার মতো দেশে প্রায় ৯ লাখ সমবায় সমিতি আছে। মালয়েশিয়ার মতো দেশে এমএমই ব্যাংক গঠন হয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দরিদ্র, অনাহারি মানুষ নিজেরাই এখন বিভিন্ন কৃষি ও খামারভিত্তিক শিল্প গড়ে তুলছেন। আর এভাবেই ক্ষুদ্র সঞ্চয় দারিদ্র্য বিমোচনের পাথেয় হিসেবে কাজ করছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে উন্নীত করা ও কৃষি জমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পারিবারিক শ্রম ও স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে দারিদ্র্য দূর করার জন্যই সরকারের এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। সূত্রগুলো জানায়, সমন্বিত গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যাবলীর কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রয়াসে ১ হাজার ১৯৭ কোটি টাকা ব্যয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। ২০০৯ থেকে শুরু করে ২০১৪ সালে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ইতিবাচক ফলাফল আসায় দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৩ হাজার ১৬২ কোটি টাকায় উন্নীত করে প্রকল্পের মেয়াদ ২০১৬ সালে জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে প্রকল্পের কর্মসূচি অব্যাহত রেখে একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ পাস করা হয়। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নেওয়ার পর প্রধানমন্ত্রী গত বছরের ২২ জুন ব্যাংকটির ১০০টি শাখা উদ্বোধন করেন। গত বছরের অক্টোবরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের জুন পর্যন্ত উন্নীত করা হয়। এই প্রকল্পে ৪ হাজার ৮৪৭ কোটি টাকা বাড়িয়ে ৮ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য সারা দেশের দরিদ্র মানুষকে এই প্রকল্পের আওতায় এনে তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে জীবনমান উন্নয়নে সহায়তা করা।
শিরোনাম
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
ক্ষুদ্র সঞ্চয়ের ফলাফল জানতে চান প্রধানমন্ত্রী
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
