সম্প্রতি দেশের ইন্টারনেট সার্ভিস খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে গাজীপুরের টঙ্গীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের টঙ্গী শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন সম্প্রতি গুগল মিট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রথম অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
সম্প্রতি ব্যাংকিং ব্যবস্থাকে সুষ্ঠু ও গতিশীল রাখার লক্ষ্যে দেশব্যাপী ছড়িয়ে থাকা ৪৮২টি শাখার ব্যবস্থাপক, সকল আঞ্চলিক ব্যবস্থাপক এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি