২ নভেম্বর, ২০২১ ১০:৪৩

ফেনীতে ভোটগ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ৩

অনলাইন ডেস্ক

ফেনীতে ভোটগ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ৩

শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই পৌরসভায় ৩৫ হাজার ছয়শ' ৫৯ জন নারী ও পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। তবে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৩ জনকে আটক করেছে।

এই পৌরসভায় মেয়র পদে দুই জন প্রার্থী এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে সাংবাদিক নুর মো. জাকের হায়দার প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজনসহ মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে মোট ১৩টি কেন্দ্রের সবকটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর