প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সহিংসতাপূর্ণ লিবিয়া ও ইরাকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা নিরাপদে আছেন।'
আজ রবিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘অভিবাসন ও উন্নয়ন বিষয়ক পরিচিতি’ শীর্ষক এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, 'সহিংসতার কারণে লিবিয়ার ত্রিপোলি থেকে সাড়ে ৩ হাজার বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সেখানে যেসব প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানকার কর্তৃপক্ষ তাদের দেশে ফেরার বিমান ভাড়া ও ছুটি দিয়েছে। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তাদের দেশে ফেরত আনা যাচ্ছে না।'
মন্ত্রী বললেন, 'আমরা তাদের নিরাপত্তার বিষয়টিতে খুবই জোর দিচ্ছি। তবে পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না। তারপরেও আমরা চেষ্টা করছি প্রবাসী শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার।'
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরাকে প্রবাসী বাংলাদেশিদের পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, 'ইরাকে বাংলাদেশের ২৫ হাজারেরও বেশি শ্রমিক কাজ করছে। সেখানে ভারতের রয়েছে মাত্র ১ হাজার ৪০০ শ্রমিক। অল্প শ্রমিক থাকায় তারা তাদের সরিয়ে আনতে পেরেছে। কিন্তু ২৫ হাজারের বেশি শ্রমিককে দেশে ফেরাতে সময় লাগবে। তবে, এটা একটা ভাল খবর যে, কোনো দেশের সহিংসতায় বাংলাদেশিরা টার্গেট নয়।'
তবু এ দুটি দেশের প্রবাসী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
ইরাক ও লিবিয়ার সহিংসতায় আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কীনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'সহিংসতা মাত্র দুই দেশে হচ্ছে। বাকি দেশগুলোতে শ্রমিকরা ভালোভাবে কাজ করছে। তাই এর প্রভাব আমাদের অর্থনীতিতে খুব একটা পড়বে না।'
সম্প্রতি ইরাকের একটি কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এ ব্যাপারে তিনি বলেন, 'ইরাকের একটি কোম্পানি ইতোমধ্যে এখানে এসে তাদের শ্রমিক নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন জমা দিয়ে গেছে। সেটা যাচাই-বাছাই করা হচ্ছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে নতুন লোক পাঠানো হবে কিনা।'