লঞ্চডুবির সপ্তম দিনে এসে পিনাক-৬ এর উদ্ধার অভিযান থেকে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ছাড়া সবাইকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। আজ রবিবার বেলা ১২টার সময় মাওয়া পদ্মাসেতু রেস্টহাউসে এক প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এ ঘোষণা দেন। তিনি বলেন, ধাতব বস্তু সাদৃশ্য যে ইমেজ পাওয়া গেছে তা পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রমের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জাহাজ কাণ্ডারি-২ ও জরিপ-১০ কাজ করবে। এছাড়া উদ্ধার কাজে নিয়োজিত নৌবাহিনী, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের ডুবুরি দল উদ্ধার কাজে নিয়োজিত থাকবে।
জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল সপ্তম দিনের উদ্ধার অভিযান প্রসঙ্গে আরও বলেন, ডুবুরিরা সাধারণত ১-১.৫ মাত্রার স্রোত থাকলেও কাজ করতে পারে। বর্তমানে নদীতে ৫-৬ মাত্রার স্রোত রয়েছে। এ অবস্থায় ডুবুরিদের পক্ষ্যে কাজ করা সম্ভব নয়। নদীর স্রোত কমে এলে ডুবুরিরা পুরোদমে কাজ করবে। এ ছাড়া উদ্ধারকারী জাহাজ রুস্তম ও নির্ভিক মাওয়া ঘাটে অবস্থান করবে।
এদিকে, কাণ্ডারি-২ এ থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল শনিবার রাত ৮টার পর হতে বন্ধ থাকা অ্যাঙ্কর বাধার কাজ রবিবার বেলা ১১টা থেকে পুনরায় শুরু হয়েছে। তবে স্রোত ও ঢেউয়ের কারণে ধাতব বস্তুটিতে অ্যাঙ্কর লাগানোর কাজ ব্যাহত হচ্ছে।