নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। চলতি মাসের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অবরোধ-হরতালের মধ্যেই এবারের এসএসসির কোনো পরীক্ষাই নির্ধারিত সময়ে শেষ হয়নি। তা সত্ত্বেও জুনের প্রথম সপ্তাহে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল ঘোষণার কথা ইতোমধ্যে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষা চলাকালীনই খাতা মূল্যায়ন শুরু হওয়ায় এ মাসের শেষ সপ্তাহেই ফলাফল প্রকাশ করবে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ সপ্তাহে যেদিন সময় দেবেন সেদিনই ফলাফল ঘোষণা করা হবে বলে ওই সূত্রটি জানায়। একই সঙ্গে জুন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জুলাইয়ের এক তারিখ ক্লাশ শুরু হবে বলেও জানা গেছে।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত চন্দ্র চন্দ জানান, অবরোধ হরতালের কারণে পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা না গেলেও এর ফল প্রকাশে কোনো সমস্যা হবে না। নির্ধারিত ৬০ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। সে লক্ষ্যেই কাজ চলছে।
ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণের বিষয়ে তিনি বলেন, 'এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো যাবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এবং জুন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকে ভর্তির আনুষ্ঠানিকতা শেষ করে পহেলা জুলাই থেকে ক্লাশ শুরু হবে।'
উল্লেখ্য, এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ ছাত্রী। বিদেশে আটটি কেন্দ্রসহ এবার ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ ৫ মে ২০১৫/শরীফ