শিগগিরই সেলফোন টকটাইমের ওপর সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপের প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। বাকি রয়েছে জাতীয় সংসদে উপস্থাপন করে পাস করিয়ে নেওয়া। এটি পাস হলে সেলফোনে কথা বলার খরচ আরেক ধাপ বাড়বে।
সেলফোনের ব্যবহারের ওপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের বিধান রেখে গত ৩০ মার্চ নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বর্তমানে খসড়া আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে। ভেটিং শেষে চলতি বাজেট অধিবেশনেই এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হতে পারে। সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। এর পর থেকে সেলফোন টকটাইমের ওপর এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ কর্তন শুরু হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবমতে, দেশের একজন সেলফোন ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ২০০ টাকা ব্যবহার করেন। এর ১ শতাংশ হিসাবে জনপ্রতি সারচার্জ দাঁড়ায় গড়ে ২ টাকা। প্রত্যেক সিম ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ২ টাকা করে পরিশোধ করলে সরকারের কোষাগারে বছরে প্রায় ১৪০ কোটি টাকা জমা হবে। আর নতুন গ্রাহক যোগ হওয়ার সঙ্গে সঙ্গে এ অর্থের পরিমাণও বাড়বে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেলফোন অপারেটরগুলোর মাধ্যমে সরকার নির্ধারিত সারচার্জ সংগ্রহে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনবিআর।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৫/ এস আহমেদ