ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংসদে জানিয়েছেন, গত অর্থ বছরে ছয়টি মোবাইল ফোন কোম্পানির মধ্যে টেলিটক ও এয়ারটেল ছাড়া বাকি চারটি শীর্ষস্থানীয় কোম্পানির কাছ থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমেছে।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের মহিলা এমপি সফুরা বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২০১৪-২০১৫ অর্থবছরে গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড, প্যাসিফিক লিমিটেড থেকে রাজস্ব আদায়ের পরিমাণ কমেছে।
গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড কোম্পানি ২০১১-২০১২ অর্থবছরে রাজস্ব দিয়েছে ১৮৫০ দশমিক ৯৫ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে ১৬৩১ দশমিক ৭৯ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থ বছরে ৬৬০ দশমিক ২২ কোটি টাকা।
রবি আজিয়াটা লিমিটেড ২০১১-২০১২ অর্থবছরে রাজস্ব দিয়েছে ১০০০দশমিক ২৩ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে ৮৪৭ দশমিক ৯০ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ৩০৩ দশমিক ৭২ কোটি টাকা।
বাংলালিক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ২০১১-২০১২ অর্থবছরে রাজস্ব দিয়েছে ১০৬৯ দশমিক ৪৪ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৮৭৮ দশমিক ২২ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ২৮৫ দশমিক ৫৭ কোটি টাকা।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ২০১১-১২ অর্থবছরে রাজস্ব দিয়েছে ২১৫ দশমিক ২৫ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ২২ দশমিক ৫৮ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ১০ দশমিক ৪০ কোটি টাকা।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ