ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংসদকে জানিয়েছেন, অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন অপারেটরের ১১ লাখ ১৮ হাজার ৬৬৪টি মোবাইল সিম বন্ধ করা হয়েছে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সোমবার তারানা হালিম সংসদকে এ তথ্য জানান। তিনি আরো জানান, আন্তর্জাতিক ইনকামিং কলরেট কমানোর কারণে বৈধ পথে কল আদান-প্রদান বেড়েছে।
প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ভিওআইপি'র বিরুদ্ধে ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৪৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন অপারেটরের ২ লাখ ১৪ হাজার ৭৮৬টি সিম জব্দ করা হয়েছে। এছাড়া সিমবক্স ডিটেকশন সিস্টেমের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯ লক্ষ ৩ হাজার ৮৭৮টি সিম বন্ধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ