২০১৫ সালে অসীম সাহসিকতা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও সুশৃংখল আচরণের জন্য ১০২ জন পুলিশ সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়।
এরমধ্যে ১৯জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২৩ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হয়েছে।
সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন এবং ব্যাজ পরিয়ে দেন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ