আগামীতে বাংলাদেশ-ভারত দুই দেশ বিভিন্ন কাজে একে অপরের সহযোগিতায় পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হোটেল র্যাডিসনে ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের হাইকমিশনার।
এ সময় হর্ষবর্ধন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের চেয়ে বর্তমানে অনেক ভালো। এছাড়া আমাদের দু’দেশের ভাষা ও সংস্কৃতি প্রায় একই রকম।
হাইকমিশনার হর্ষবর্ধন আগামীতে দুই দেশের বিভিন্ন কাজে একে অপরের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন