আবাসিক খাতে গ্যাসের সমস্যা থাকবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তাই ধীরে ধীরে দেশের মানুষকে এলপিজি ব্যবহারের অাহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে 'ন্যাশনাল সেমিনার অন রিনিউয়েবল অ্যানার্জি' শীর্ষক তিন দিনব্যাপী একটি জাতীয় সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জামাদির এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন এই প্রতিমন্ত্রী।
সেমিনারে নসরুল হামিদ বলেন, ' আগেই বলেছি যে আবাসিক খাতে গ্যাসের সমস্যা থাকবে। তাই আমরা চাইছি যারা গ্যাস ব্যবহার করছেন আর যারা করছেন না তারা যেন ধীরে ধীরে এলপিজিতে চলে যান।'
তিনি অারো বলেন, 'আমাদের টার্গেট পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস সরবরাহ করা। আমাদের উচিত আবাসিক খাত থেকে শিল্প খাতকেই বেশি প্রাধান্য দেয়া।'
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ