বেতন বৈষম্য নিরসনে সরকারের আশ্বাস পেয়ে লাগাতার কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি কলেজের শিক্ষকরা।
সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বুধবার বিকেলে জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর তোপখানা রোডে সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সমিতির সভাপতি অধ্যাপক নাসরীন বেগম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব টেলিফোনে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। শিক্ষাসচিবের নিকট থেকেও আশ্বাস পেয়েছি। তাদের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন