দুর্নীতির ব্যাপারটাতে সরকার কোনো রকম টাচ-ই করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন প্রসঙ্গে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, 'দুর্নীতি রোধে কোনো উন্নতি হয়নি বলে আমরা ধারণা। এই ব্যাপারটা নিয়ে আমি কথাও বলতে চাই না। দুর্নীতির ব্যাপারটাতে আমরা টাচ-ই করতে পারিনি।'
সচিবালয়ে আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে টিআইবির প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ