চালু হওয়ার ৪৫ মিনিটের মাথায় শুক্রবার বেলা ১১টার দিকে ফের বন্ধ হয়ে গেছে ঢাকা-রাজশাহী রুটে রেল চলাচল। গাজীপুরের জয়দেবপুর জংশনের প্রবেশমুখে একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে গাজীপুরের সালনার মীরেরগাঁও এলাকায় এই ট্রেনটি স্প্রিং ভেঙ্গে বিকল হয়ে যায়। বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেরামত করে সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনার মীরেরগাঁও এলাকায় পৌঁছলে শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে স্প্রিং ভেঙ্গে বিকল হয়ে যায়। পরে মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশমুখে পৌঁছালে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল আবারো বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ