চট্টগ্রামে অক্সিজেন মোড়ে ৬ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন থেকে কুয়াইশ সংযোগ বাইপাস নতুন নির্মাণ সড়কটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। একই স্থানে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দেশের সবচেয়ে বড় ম্যুরাল। একই স্থান থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
উদ্বোধনকৃত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে— বায়েজিদ-সীতাকুণ্ড বাইপাস রোডের নির্মাণ কাজ, পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্প, টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর ও কদমতলী ফ্লাইওভার।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন