ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, ভোর থেকে নদীতে প্রচণ্ড কুয়াশা পড়তে থাকে। পরে সকাল সাড়ে ৭ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ