বাংলাদেশের রাজনৈতিক ও মানবিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা পর্যালোচনা করতে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাশের পর সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দলটির সফর পরিকল্পনা করা হয়েছে। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সফর করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।
তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলিগেশন প্রধান জেইন লেম্বার্ড। তার সাথে থাকবেন কনজারভেটিভস ও রিফর্মিস্ট গ্রুপের সদস্য সাজ্জাদ করিম ও প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটিসের সদস্য রিচার্ড হাউয়িট।
ঢাকা সফরকালে প্রতিনিধি দলটি স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা