আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সুবিধার্থে নিজের কর্মসূচির সময় ও স্থান পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর সোমবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে বের হবেন প্রধানমন্ত্রী।
এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করবেন সচিবালয়ের পরিবর্তে তার তেজগাঁওয়ের কার্যালয়ে। সেক্ষেত্রে দীর্ঘ রুটে সচিবালয়ে যাওয়ার পরিবর্তে গণভবন থেকে বের হয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়েই যাবেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা চলে আসবেন এখানেই।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এতথ্য নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষার্থীদের যাতায়াত যেন নির্বিঘ্ন করতেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে শুধু এসএসসি পরীক্ষার্থী ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন। সারা দেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব