পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম সংসদকে জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার আর্শিবাদ গঙ্গা ব্যারেজ নির্মাণের নকশা প্রণয়ন শেষ পর্যায়ে রয়েছে। এই ব্যারেজ নির্মাণে বিশ্ব ব্যাংকসহ অনেকেই অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।
রবিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এস এম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম বলেন, গঙ্গা ব্যারেজ নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো লবণাক্ততা থেকে মুক্ত হবে। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকেও বাঁচবে।
তিনি জানান, এরই মধ্যে গঙ্গা ব্যারেজ নিমার্ণের ডিজাইন (নকশা) প্রণয়নের কাজ শেষ পর্যায়ে আছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংক তাদের আগ্রহের কথা জানিয়েছে। এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই এ প্রকল্পের কাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব