সরকারি চাকরিতে নিয়োগে কোটা প্রদ্ধতি দুইবার শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রবিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
বেগম ওয়াসিকা আয়শা খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন গ্রেড অনুযায়ী ১৮-২০ গ্রেডের (৪র্থ শ্রেণি) ৬৯ হাজার ৫০১টিসহ মোট ৩ লাখ ২ হাজার ৯০৪টি পদ শূন্য ছিল। এই তথ্য ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত। ২০১৫ সালের তথ্য এখনো যোগ করা হয়নি। বিগত ২০১৫ সালে নিয়োগ দেওয়ার পর কতগুলো পদ শূন্য রয়েছে তার হালনাগাদ তথ্য এই মুহুর্তে নেই।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, সরকারের শূন্য পদের সংখ্যা নবম গ্রেডে (১ম শ্রেণির) ৩৯ হাজার ৫৬৪টি, ১০-১২ গ্রেডের (২য় শ্রেণি) ৩০ হাজার ৪২২টি, ১৩-১৭ গ্রেডের (তৃতীয় শ্রেণির) ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি।
শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী সংসদকে জানান, সরকারি অফিসগুলোতে শূন্য পদে জনবল নেওয়া একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১ম ও ২য় শ্রেণির ১২টি গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণির পদে স্ব স্ব দপ্তর ও সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশিষ্ট দপ্তর জনবল নিয়োগ দিয়ে থাকে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব