ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সেখানে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী বোঝাই চারটি ফেরি আটকা পড়েছে। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই অবস্থায় ছাড়ার অপেক্ষায় রয়েছে পাঁচটি ফেরি। বাকি ফেরিগুলো একইভাবে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলেই পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ