ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে। রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এরফলে মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে দুইশতাধিক যানবাহন সহশ্রতাধিক যাত্রী নিয়ে ৯টি ফেরি নোঙর করে রাখা হয়।
জানা যায়, গতকাল রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৯টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা