সারাদেশে আজ সোমবার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) ও দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) পরীক্ষা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ চার হাজার ২৭৪ জন, দাখিলে দুই লাখ ৪৮ হাজার ৮৬৫ জন এবং ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে মোট তিন হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৪ জন।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৭২ হাজার ২৫৭ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা