২০১৫ সালের জুনিয়র স্কুুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নে ৬৪ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রথমে ঘোষিত ফলাফলে ফেল করা ৩৪ পরীক্ষার্থী পাশ করেছে। এছাড়া আরও জিপিএ-৫ পেয়েছে ২৩ পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, গত ৩১ ডিসেম্বর জেএসসি'র ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছিল ২ হাজার ২২৩ পরীক্ষার্থী। এরমধ্যে মাত্র ৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ