এসএসসি পরীক্ষা'র প্রথম দিনে সোমবার সারা দেশে ৬ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিন বাংলা (আবশ্যিক)প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরিদর্শকসহ বহিষ্কার করা হয়েছে ৯ জনকে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রথম দিনে ঢাকা বোর্ডে ৮৪৭ জন, রাজশাহী বোর্ডে ৪২১ জন, কুমিল্লা বোর্ডে ৫১০ জন, যশোর বোর্ডে ৪২৩ জন, চট্টগ্রাম বোর্ডে ২৭৯ জন, সিলেট বোর্ডে ২৫২ জন, বরিশাল বোর্ডে ২৫০ জন, দিনাজপুর বোর্ডে ৩০৬ জন, মাদরাসা বোর্ডে ২ হাজার ৫৯৭ জন এবং কারিগরি বোর্ডে ৯৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অন্যদিকে,বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী ও ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের ৫ জন কারিগরি বোর্ডের, ১ জন যশোর ও অন্যজন মাদ্রাসা বোর্ডের। বহিষ্কৃত ২ পরিদর্শকের ১ জন যশোর ও ১ জন মাদ্রাসা বোর্ডের।
উল্লেখ্য, দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ২১৪ টি কেন্দ্রে সোমবার সকাল ১০ টায় এসএসসি পরীক্ষা শুরু হয়।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ