ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোর ৪টা থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হলে ভবেরচর এলাকা থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. শাহজামান বলেন, 'বিকল হওয়ার ২০ মিনিট পর ট্রাকটি সরানো হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকায় যানজট বেড়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।'
তবে শেষ খবর পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ