বিএনপির জাতীয় কাউন্সিল ও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, বৈঠকে আগামী মার্চে অনুষ্ঠিতব্য দলটির জাতীয় কাউন্সিলসহ দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব