সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ জন।
রাষ্ট্রপতির নির্দেশে রবিবার দুপুরে আইন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন ৩ বিচারপতি হলেন মির্জা হোসেইন হায়দার, বজলুর রহমান ও মো. নিজামুল হক নাসিম।
আইন সচিব আবু সালেহ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব