‘দেশ স্বাধীন হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল ৬টি, এখন তা দাঁড়িয়েছে ৩৮টিতে। ২০০৯ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল ৫৬টি, এখন তার সংখ্যা ৯১। আমাদের কাছে পাবলিক প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য নেই। সবার আগে মেধাবীরা।’
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খড়খড়ি বাইপাস সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রায় দেড় লাখ শিক্ষার্থী বেশি রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। তাই সরকারের লক্ষ্য এসব শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলা। আর এজন্য যুগান্তকারী অবদান রাখবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০। এই শিক্ষার্থীরা বের হবে বিশ্বমানের শিক্ষা অর্জন করে।’
পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ, রাসিকের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মজ্ঞুরি কমিশনের সদস্য ড. এম শাহ নওয়াজ আলী এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. এম সাইদুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী সুবীর নন্দী এবং জেমস।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব