শনিবার অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ কাউন্সিলে সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সকাল ৯.২০ মিনিটে গুলশানের বাসা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্দেশে রওনা করবেন তিনি।
দলীয় কাউন্সিলে যোগদানের ব্যাপারে খালেদা জিয়ার সিডিউল বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেগম জিয়ার উপস্থিতিতে সকাল ১০টায় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারেরও অনুমতি পেয়েছে বিএনপি।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ