আফগানিস্তানে বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল বন্দুকধারী। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুন্দুজ এলাকায় এ ঘটনা ঘটে বলে টেলিফোনে জানানা আফগানিস্তানে ব্র্যাকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. আনোয়ার হোসেন। খবর বিডি নিউজের।
অপহৃত দুই বাংলাদেশি হলেন- আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম খান সুমন (৩৭)। এদের মধ্যে শওকতের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, সিরাজুলের বাড়ি পাবনা সদরের দুবলিয়া গ্রামে।
কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে একদল বন্দুকধারী তাদের নিয়ে যায় বলে আনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে স্থানীয় পুলিশ ও ইন্টেরিওর মিনিস্ট্রিকে জানিয়েছি। তারা কিছু স্টেপস নিয়েছে। ওই গাড়ির ড্রাইভার এবং আরও একজন আফগান ছিল- তাদের গ্রেফতার করা হয়েছে।”
এদিকে দুই বাংলাদেশি অপহৃত হওয়ার খবরে দেশে তাদের পরিবারে শুরু হয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। সিরাজুলের চাচাতো ভাই আব্দুল খালেক বলেন, “আফগানিস্তানে আমার ভাইয়ের সহকর্মীরা গত রাতে ফোন করে আমাদের বিষয়টি জানান। আমার চাচা-চাচী আতঙ্কিত হয়ে পড়েছেন, ছেলেকে তারা ফিরে পাবেন কি না...।” অপহৃতদের উদ্ধারে বাংলাদেশ সরকারকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান খালেক।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব