সরকারকে ফের সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য সংলাপ চাচ্ছি না। এ দেশের মালিক জনগণ। তাদের জন্য সংলাপ চাচ্ছি। দেশের মানুষের জন্য কিছু দিতেই সংলাপের আহ্বান জানচ্ছি। সার্বিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংলাপ চাচ্ছি।
শনিবার দুপুর পৌনে একটার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
খালেদা অভিযোগ করে বলেন, দেশে ক্ষমতায় থাকা এবং না থাকা এখন বেহেস্ত ও দোজখের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা ক্ষমতায় থাকে তারা সুবিধা ভোগ করে আর যারা ক্ষমতার বাহিরে তারা শুধু নির্যাতনই পায়।
তিনিও বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতার পথ নিতে হবে। গণতন্ত্র রক্ষায় সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই।
বিএনপি ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সন।
তিনি বলেন, ভিশন ২০৩০’ নামে একটি পরিকল্পনার খসড়া তৈরি করেছে বিএনপি। এ পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করা। একই সঙ্গে দেশের মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলারে উন্নীত করা। এ ছাড়া প্রবৃদ্ধির হার বাড়িয়ে তার সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করা হবে দেশ।
পৌনে একটা থেকে শুরু হওয়া প্রায় এক ঘণ্টা ১২ মিনিটের বক্তব্যের শেষে কাউন্সিলের উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন খালেদা জিয়া।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৬/মাহবুব